আমরা নই কেউ কাহারো প্রেমিক- প্রেমিকা।
তবুও কেনো এতো উত্থান পতন
মান অভিমান কথা আঁকা বাঁকা।।
তোমার কষ্ট কেনো হৃদে
কষ্টের কারণ হয়ে জাগে।
আমার পথে না থাকাটা কেনো
তোমায় কাঁটার আঘাত লাগে।।
কেউ কখনও করিনি তো আজো
ভালো লাগা গুঞ্জরণ।
হেলায় খেলায় কাটছে সময়
কাটে না অবিনাশী অভিমান।।
গোলাপ ছিঁড়ে নেইনি হাতে
দেইনি তোমায় বাড়িয়ে।
হৃদয়ে যেনো দিয়েছি অনেক
কাঁটার আঘাত নিতে সয়ে।।
যে পথে আজো দাঁড়িয়ে থাকি
দেখতে তোমার আসা যাওয়া।
সে পথ তুমি দিয়েছো ছেড়ে
নেই বুঝি আর কিছু পাওয়া।।
দাও দাও সব মুছে দাও আজ
রেখো না স্মৃতির কিছু।
ভুলে যাবে যাও ফিরে না তাকাও
তোমারে ভুলতে না বলো কিছু।।
তুমি তো শুধু ছড়াবে আলো
হয়ে সারা জীবনের জ্যোতি।
রিক্ত আমি সিক্ত হবো
ছড়াতে তোমার খ্যাতি।।