আমি কাঁদিনা বলে!
আমার চোখে জল নেই?
হাঁটি না বলে! আমার পা নেই?
আমি রাগ করি না বলে
সাদা মানুষ নই।
আমি রাগতে পারি; রাগাতে পারি,
রক্তে গোস্তের মানুষ আমি।
প্রতিটি অন্যায়ে আমি অনন্ত ঘৃণা দেই,
প্রতিটি তিরস্কার বুঝি! অভিমান করি,
নিজেই ভেঙে ফেলি নিজের অভিমান।
সম্পর্কের ভেতর খুঁজি আরেক সম্পর্ক,
তিরস্কারে খুঁজি অদম্য প্রেরণা।
মাটির মানুষ হলেও সেথা রক্ত আছে
আছে গোস্ত।
শিহরিত হই প্রেরণায়,
বিচলিত হই না তিরস্কারে,
আমি মানুষ তো; কিছু অভিমান পুষি অন্তরে।
আমার মাঝে খুঁজি প্রেমের অনন্ত তৃষা,
আমিও ভালোবাসতে পারি কিনা
এমন মনন খুঁজি আমার মাঝে,
হন্যে হয়ে আছি সে তৃষা মেটাতে।
ওহ্ তৃষিত মন!
নিরবতা ভেদ করে
অনির্বাণ করো হৃদয়ের উষ্ণতা।
তুমি চাইলেই! অপঘাতে নয়, নির্মমতার নিশ্চিত ছুরিতে ফালি ফালি করো আমায়,
রোধ হোক আমার অনিন্দ্য বাসনা।