সূচিত হলো নব দিগন্তের
ঘোর তমসা হয়ে দূর।
উদ্ভাসিত হয়েছে পথ প্রান্তের
বিদুরীত হয়ে অভিমানী সুর।
যুগ যুগ ছিলো বুঝি আঁধারে ঢাকা
নিয়তির নির্মম পরিহাস।
বক্ররেখা যেনো মুছে গেলো আজ
শুভ্রতায় ভরা সুনির্মল আকাশ ।
কালকেউটের লাজে উন্মুক্ত পথ
নিদারুণ মর্মর শব্দের উঁকি।
সহসাই টুটে যাক অবাঞ্ছিত মুর্ছনা
সারা পথ থাকুক তব প্রেরণায় ঢাকি ।
তুমি যদি থাকো সদা প্রেরণায় ভরপুর
নিমিষেই তবে পারি দেয়া হবে
সাত সমুদ্দুর ।