রাতের নির্জনতা ভেদ করে
মেঘের গড়গড় ডাকে
ছেদ হলো মনের অতৃপ্ততা।
বৃষ্টির অনিবার্যতা নাকি
আকাশের ক্রন্দন সুর,
ছুঁয়ে দিক মনের নিরবতা।
ওহে বৃষ্টি!
তোমার অপেক্ষায় অপলক
চেয়ে আছি আজ,
ধুয়ে নেবে মোর মনো জগতের
ক্লেদ, বিষাদ ভরা অন্তরে
মুক্তি বার্তা দিয়ে।
সজিব করবে তরুলতা
ধুয়ে নিয়ে অবসাদ, করবে সবুজ
প্রকৃতি, খুলে যাবে অবুঝ
মন বৃষ্টি  স্নাতো হয়ে।
পুকুর ভরিয়ে নদী মাড়িয়ে
ছুঁয়ে দাও ক্লেদাক্ত শহরতলি
ছুঁয়ে যাও পঙ্কিলতা, ধুয়ে যাও তুমি
বিষাক্ত গ্রাম-গঞ্জ অলিগলি।
ওহে বৃষ্টি!
তুমি ঝরছো অবিরাম
সুনয়নার জলের মতন,
তোমারও কি অন্তর অভিমানে ভরপুর
তুমি কেনো কেঁদে চলেছো
এমন করে আত্মরোদনে?