তবো মুক্তিতে আমিও
মুক্তির অন্বেষায় অভিলাষী পথিক।
সুপথ আছে কি মুক্তির?
অতীত রোমন্থনে বিজড়িত স্মৃতি
ভুলে যাবার বাধ্যতা
আমিও কেনো এড়িয়ে যাবো?


কাঁদবার মতো স্মৃতিকে বিস্মৃতির
আহবানে আমি উপহাস করিনি।
শুধু স্মৃতির উপবাস চেয়ে
নিরন্তর হেঁটে চলেছি
বিস্মৃত হবার পথ ধরে।


মশ্রিন নয় সে পথ; কণ্টকাকীর্ণ,
আজীবন বেদনাহত না থেকে
স্বল্প কালের কন্টক কাম্য
সে ভুলের মাসূলরূপে।


আছো কি পথ প্রদর্শক?
ভর দুপুরে তপনের প্রদাহ
নিবারক। আমি ভিক্ষুবেশ
ধরে উদারতা চাই
শুধু সে প্রদাহ নিবারণে।