কথা ন হলেও তোমার যদি
দিন কেটে যায় বেশ
আমি বা কেনো অপেক্ষায় থেকে
নষ্ট করবো ক্লেশ
সম্পদ আমার ক্লেশিত জীবন
সম্পদ নষ্ট মন
তুমি তো মন্দ থাকো না কভু
বুঝো না রক্তক্ষরণ।
পিচ্ছল পথে পথে পা মাড়িয়ে
সন্তর্পণে যাই এগিয়ে
পণ গুলো সব ভুলে।
নিত্য আমায় স্মৃতির খাতায়
গান শুনিয়ে যায় বেহালায়
হেঁটে ভুলের কুলে।
রোদ পড়েছে রোদ পড়েছে
মেঘলা বাদল দিনে
পারি নাকো দিতে আড়ি
সিক্ত হই দহনে।