স্বাধীনতা দিবস পেয়েছি
স্বাধীনতা পেয়েছি কতটুকু?
"স্বাধীনতার সুখ" কবিতা পড়ে,
বাবুই পাখির মত স্বাধীনতা চেয়েছি।
পেয়েছি লেজে সুতা বাঁধা ফড়িংয়ের মত,
চরম আনন্দে বাচ্চারা ঊড়াচ্ছে।


আমাকেও ঊড়াচ্ছে
পায়ে অদৃশ্য শিকল বেঁধে
পুঁজিবাদের এই সমাজ‌জ,
আমাকে ঊড়াচ্ছে।


মুখে যন্ত্রণাময় লাগাম লাগিয়ে
ক্ষমতাদর এই সমাজ,
আমাকে ঊড়াচ্ছে।


পিঠে সহস্র পাথর চাপিয়ে
দুর্নীতিগ্রস্ত এই সমাজ,
আমাকে ঊড়াচ্ছে।


চোখের সম্মুখে অন্ন ঝুলিয়ে
মানবতাহীন এই সমাজ,
আমাকে ঊড়াচ্ছে।


আমিও উড়ি, চিকিৎসার জন্য
হাসপাতাল থেকে হাসপাতালে উড়ি।
খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরি,
বিচারের জন্য আদালতের প্রান্তরে মাথা ঠুকি।
মুখ ফুটে কথা বলার জন্য হাহাকার করি,
কিন্তু লাগামের যন্ত্রণায় কিছুই বলতে পারিনা।
শুধু আকাশ পানে তাকিয়ে, ভাবি
স্বাধীনতা তুমিই এতো নির্মম
পরাধীনতা না জানি কত নির্মম ... ...