ভালবাসি বলেই তাকে খুঁজি
       সকাল, বিকাল, সাঁঝে
মহাবিশ্বের গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের মাঝে
  শত ব্যস্ততা হাজারো কাজের ভিড়ে
   ঘন অরণ্যে, গভীর সমুদ্রের তীরে
          শুদু তাকেই খুঁজি
    ভালবাসি বলেই তাকে খুঁজি।


ভালবাসি বলেই তার কাছে শিখতে চাই
      অসহ্য ক্ষুদার যন্ত্রণা নিয়ে
   মুখে হাসি বুকে পাথর চাপা দিয়ে
  সকল ক্ষুধার্তের ক্ষুদার জ্বালা মেটাতে চাই
ভালবাসি বলেই তার কাছে শিখতে চাই।


ভালবাসি বলেই তার কাছে জানতে চাই
   ঐ পাহাড়ের চূড়ায় ওঠেও কি করে
      মানুষের পদতলে থাকা যায়
      কিছু পাওয়ার আশা না করে
        সব বিলিয়ে দেওয়া যায়
  ভালবাসি বলেই তার কাছে জানতে চাই।


  ভালবাসি বলেই তার মত হতে চাই
        সত্যের পক্ষে লড়াই করে
     হাজারো বুলেটের আঘাত সয়ে
          বুকে তাজা রক্ত নিয়ে
        মুচকি মুচকি হাসতে চাই
  ভালবাসি বলেই তার মত হতে চাই।


   ভাল বাসি বলেই তাকে ভাবি
  কল্পনার রং তুলিতে তার ছবি আঁকি
      বাস্তব রূপে সাজাবো বলে
         সর্বদা চেষ্টায় থাকি
     ভালবাসি বলেই তাকে খুঁজি... ...


(নিজের কল্পনা মত নিজেকে সাজাতে পারিনা। অতি আবেগ আর সামাজিকতার দরুন প্রায় সময়ই ভুল করে ফেলি। তখন মনে পরে হুমায়ূন আহমেদের একটি উক্তি "মানুষ হয়ে জন্মালে অনেক অপ্রিয় কাজ করতে হয়")