গভীর রাতে অন্ধকারের মাঝে ছাঁদে একা
  ভাবছি কিভাবে মানুষের মুক্তি মিলে
    অমনি বিবেকের সাথে দেখা।

কেমন আছো তুমি জিজ্ঞাসিলাম তারে
    আছি আমি বেশ কহিল সে উত্তরে।

    ভালো নেই সে মিছে অভিমান
ক্রোধে ভরা চোখটা করে তা প্রমাণ।

         কহিলাম আমি,
তুমিতো আমারই বন্ধু আমারই ছায়া
     মিছে কেন দাও ফাঁকি
পুড়ছো তুমি দোযখের আগুনে
     শুধু ছাই হওয়া বাঁকি।

         হাসিয়া কহিল সে,
আমিতো তোমারই বন্ধু তোমারই ছায়া
   কি করে তোমার কাছে লুকাই
এ ধরার ধুলিতে সান্ত্বনা দেবার মত
    কোনো প্রণয়ী আমার নাই।

ভেবেছিলাম মুছে ফেলব ক্ষুদা নামের শব্দটা
    খাবারে খাবারে ভরে দিব পৃথিবীটা
আর এ কাজে যারা মোরে সাহস যোগাবে দিবে প্রেরণা
    তারা-ই আমার দুর্দিনে হাসে করে করুণা ।

ভেবেছিলাম মানুগুলোকে মানুষ বানাবো
শিক্ষায় আলোয় ভিতরের মনুষ্যত্ব জাগাবো
আর এ কাজে মোর সাথে থেকে আশা দিবে যারা
তারা-ই আমাকে আশাহত করে, করে ছন্নছাড়া।

ভেবেছিলাম যুদ্ধে যাবো মুছে ফেলব সব অন্যায়
     পৃথিবীটাকে ঢেকে দিব শান্তির ছায়ায়
আর এ কাজে যারা সঙ্গে যাবে, যেতে দিবে না একা
তারা-ই আমাকে পাগল বলে, বলে পাগলের ডাক্তার দেখা।

         কহিলাম আমি,
পৃথিবীতে তোমার আগমন একা
      সঙ্গে যাবে না কেহ
থেকে যাবে তোমার কর্মের ফল
      মাটি খেয়ে নিবে দেহ
সঙ্গে তোমার কেউ না থাকুক করুক অপমান
কর্ম তোমায় মুক্তি দিবে, দিবে সম্মান। ... ...