সময়েরই সাথে বদলে যে যায় সবকিছু
বদলে যায় মানুষ, বদলে যায় মন,
বদলে যায় সব তারই আপন ইচ্ছার শক্তিতে,
কোন এক ছলে, বাতাসের হাওয়া ভেসে আসে,
ছুয়ে যায় এই মনের আঙিনাকে এক চিমটি বিষন্নতা।


আমি আনমনে আকাশ পানে চেয়ে থাকি,
খুজে বেড়াই যে তোমায়;
স্মৃতিরা খেলা করে আজ, কৌশলে ছলে-বলে,  
মন আজ বন্ধুত্ব করেছে যে একাকীত্বের সেই বিষন্নতার সাথে;


স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে নিজেদের মতো করে,
দিচ্ছে না যে ধরা আর ;
বিষন্ন মন, আনমনে মন, একাকীত্বের সাথে করে গল্প বেড়ায় যে সারাক্ষণ;
ছলে-বলে কৌশলে আজ সে খুজে বেড়ায়,
শুধু ভালো থাকারই পথ;


বদলে যায় সময়,বদলে যায় মানুষ,
বদলে যায় সব তারই আপন ইচ্ছার শক্তিতে,
কোন এক ছলে, বাতাসের হাওয়ায় ভেসে আসে,
ছুয়ে যায় এই মনের আঙিনাকে আজ এক চিমটি বিষন্নতায়।