প্রিয়, ও প্রিয়,


   এসেছি যে আমি তোমারই ডাকে,
চোখ খুলে দেখো এসেছে তোমারই যে প্রিয়;


প্রিয়, ও প্রিয়,
    তোমায় এঁকেছি যে আমি, আমাদের ভালোবাসার রং তুলি দিয়ে,
হৃদয়ের মাঝে থাকা প্রেমেরই তাজমহল।


প্রিয়, ও প্রিয়,
    করবে তুমি অভিমান যত,
সব অভিমান ভেঙে দিয়ে, করব যে ভাব ততই।


প্রিয়, ও প্রিয়,
    তোমার কাজল কালো মায়াবী চোখে, পড়েছে যে আমার নজর;
হারিয়েছি নিজেকে যে, তোমারই কাছে,
            পড়ছে না যে এই, দু'চোখে রই পলক।



প্রিয়, ও প্রিয়,
   তোমার মিষ্টি হাসি, দেখি আমি যতবার
মুগ্ধ হয়ে যাই ততবার।
পাগল হয়ে যায় এ মন, আর বলে,
আমি শতবার নয়, হাজার বার নয়,
বারে বারে পড়তে চাই যে, শুধু তারই প্রেমে।


প্রিয়, শুনো হে প্রিয়,
পড়বে তুমি নীল শাড়ি, নীল চুড়ি,
থাকবে খোলা তোমার চুল;
উড়ে বেড়াবে বাতাসে,
আসবে বারে বারে তা আমার কাছে।
হবো যে আমি মুগ্ধ , হবো যে পাগল তোমারই চুলের সুগন্ধি।
      হে প্রিয়, তোমার প্রিয় পড়বে যে নীল পাঞ্জাবী;
নীল রঙের মাঝে হারিয়ে যাবো দু'জনে, তেরই আধারের চাষাদের আলোয় আলোকিত মধুর রাতে, অচেনা এক নিস্তব্ধ পথে,
কাটবো যে মোরা একই সাথে।


হে প্রিয়,
মোরা ওই আদুর আকাশ পানে তাকিয়ে বলব এক সাথে,
ভালোবাসি তোমায় প্রিয়,তুমি যে রবে আমারই হয়ে প্রিয়;
প্রিয়,
মোরা এসেছি শুধু যে দু'জন দু'জনে রই জন্য।
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি যে প্রিয়..;;



ও হে, প্রিয়, ও প্রিয়,
চেয়ে দেখো এসেছে যে আজ তোমারই প্রিয়,
হয়ে রবে যে তুমি তারই অনন্তকাল অনন্য।।।