আজও দেখ বৃষ্টি হলেই ;
স্মৃতির ভিড়ে খুজি তোকে।
কেমন আছি তোকে ছাড়া!
জানতে চায় আজও লোকে।
আকাশটাও কেঁদে উঠে
বৃষ্টি নামায় শোকে।


আজও দেখ মনের ভেতর
বয়ে বেড়ায় গভীর ক্ষত!
বুকের মাঝে দুঃখ পুষি
আছি তো আগের মতো।
একটুও বদলাইনিরে,
এখনো তোকে ভাবি,
চোখে আজও ভাসে আমার,
তোরই যে জলছবি।


কেমন আছিস বল নারে তুই?
ভিজিস আজও বৃষ্টি এলে;
অভিযোগ আজও করিস
ছাতাটা আনিনি বলে।
জানিস আমি রোজই
ভিজি এভাবে অশ্রু জলে।