হে অনন্যরুপিনী!
কোন এক নগরীর খোজে নাকি বেরিয়েছ?
যে নগরীর আছে কুলষিত বৃক্ষ,প্রেমের অভাবে
কালো ভোমরা মরিয়াছে।
বেসুরো এক বাঁশি আছে__বিশাল আকাশ আছে
তুমি নাই বলে সে নদীর পানি শুকায়েছে
তুমি গেলে হায়,নদী ভরিত,তখন নিরুপায়।
পায়ের ছোয়ায় তোমার_তোমার স্নিগ্ধতায়।
বৃষ্টি জুড়াতো প্রকৃতি__ভরিত নদী।
এই জানো?সেখানে না বেশ গ্রীষ্ম চলছে-
(তোমাকে চায়_তুমি আসিলে কেহ বিজ্ঞসুরে বাঁশি বাজায়।)
সেই নগরীতে তুমি বলো যাবে,বলো তুমি সারাক্ষণ
যে নগরী মোর বক্ষান্তঃপুরে,আমার মন।