ছেলে॥
বাবা,কিনিয়াছি জুতো দুই জোড়া-
দুই পাঞ্জাবি নিছি দুই ভাই মোরা
কিনিয়াছি দুটি খেলনা ঘোড়া।
প্রবাসে কী খেয়েছো বাবা?
বাবা॥ খেয়েছি গোটা দুই শুকনো রুটি।
স্ত্রী॥
ওগো বলিয়াছি আমি কত
অর্থ পাঠাও পারোহ যত-
পুরাতন চাল হইয়াছে ক্ষত
ভালো কথা,আসবে কবে?
স্বামী॥ পাইনা গো আর অধিক ছুটি।
মেয়ে॥
বাবা করিও না মোর মানহানি
বান্ধবি সব করে কানাকানি
কিনিয়াছে জামা ঈদে পাকিস্থানি
আমি পাবো তাহা কবে?
বাবা॥ মা রে,আসছে বছর হবে।
মা॥
বাবা কোমড়ের আর খবর কী তাই
এক বার উঠিলে বসিতে গিয়াই
মট্,করে ওঠে ভাঙিবে পিরায়
কী করি এর সমাধা?
সন্তান॥ প্রবাসে গো মা, মোর হাত-পা বাধা।
পিতা॥
ছেড়া লুঙ্গি পরিয়া দিন যায় মোর
আমি জানি বাবা,অবস্থা তোর
তবু যদি কিছু টাকা..করিবোনা জোর
ভালো মত চলিতে পারি-
সন্তান॥ দিবো বাবা,মাথা এখন শতকিলো ভারি।
ভাই॥
ভাই মোর শত জনমের ধন
বলিতেছে মোর কিছু বন্ধুজন
ভারি কাজ হবে,যদি ভালো ফোন
কিছু যদি তুমি করো!
প্রবাসী॥দিবো,একটু সবুর ধরো।
বোন॥
ভাই,করিয়াছি পার্লারে সিল্কি চুল
লাগায়েছি কর্ণে স্বর্ণ দুল
এ কী ছিল মোর অধিক ভুল?
ভাবি শুধু বকিতেছে।
প্রবাসী॥ ক্রয় করা বোন তোর কম হয়েছে।