“কুমরা” গিয়াছে শশুর বাড়ি
বহুদিন হলো ছাড়িয়াছে গা!
কুমরা আমার এখনো আসেনি,
চিন্তাতে তাহার কর্তা সিরাজ খাঁ।
পাঠালো সে তো মুজার বাপেরে,
দেখো বাপু কুমরা গেল কোথা-
কুমরা রে কী “কুমড়া” বানায়ে
ছাড়িলো নাকি সেথা।
কর্তার কথা শুনিয়া আবার
ছুটিলো “মুজার বাপ”
পুব দেশে কুমরার শশুর বাড়ি,
রোদের ভীষণ তাপ।
এগোতে এগোতে ভাবিলো সে,
কেমনে তাহারে পাই-
সামনে দেখিলো কুমরা পত্নীভাই
হেলিয়া দুলিয়া আগায়।
শুধালে তাহারে- “বাপু”
কুমরা কী হইলো কাবু?
কতদিন হলো ভিটায় ফিরিতেছেনা।
তোমাদের উঠানে কুমরা কী বসিয়া আছে?
উত্তর আসিলো বটে:
“বাগাছি বাপু,কুমরা এখন লাটুম গাছে।”