শুধু মানুষই সত্য বোঝে
শুধু মানুষই সত্য খোজে
শুধু মানুষই মিথ্যা পিছিয়ে রাখে-
কে যে চোর ওরে-
যাচাই না করে
শুধু যে কুকুরই ঘেউ ডাকে।

শুধু মানুষই ভালোবাসে
বিপদে মানুষই কাছে আসে
মানুষ সর্বদা থাকে মানুষের অংশে
বিপদের দিন
কোনো চিন্তাহীন
যাচাইবিহীন সাপ-ই এসে দংশে।