চরণ কাননে লুটাইতেছে
ফাগুণ পুষ্প ফুটাইতেছে
বাদল দিতেছে প্রাণ
বৃক্ষরাজির গান।
আমার হিয়া টুটাইতেছে
কবরী সদা উড়াইতেছে
বাসন্তী সমীর টান।
রঙিন কুসুম ঢুলাইতেছে
কপোলে মম,পাণি বুলাইতেছে
কামিনী-পুষ্প আসি,
ভালোবাসি ভালোবাসি।