প্রাণ স্মরিলো সে সঙ্গীত প্রিয়ে
গাহিয়াছিলে কত তান মিশিয়ে।
মরমে পশিলো সেই সঙ্গীত রাগ
তোমাতে সৃজিলো মোর অনুরাগ।
ভুলে যাও যত বেদম বেদন
গাহি যাও শুধু করিয়া রোদন
আমোদের অশ্রুধারা-
হায় খোদা!আসে যেন সঙ্গীত তার,শুধু মোর দ্বারা।
গগনের বাধাহীন পথ
সুর নিয়ে ঘোরে তব,আছে স্বর্ণরথ।
মোর চাল বহি উঠিয়াছে গাছ
দেখিয়া গাছটিরে লাগিয়াছি পাছ।
পুষ্পের বৃক্ষ সেটি,দিবো তোমারে
পুষ্পটি আমি চিনিয়াছি ওরে,
চিনিয়াছি শুনে তব মিষ্টি তান-
যেদিন গাহিলে তুমি মধু মালতির গান।
সেই পুষ্প যেদিন ধরিবে গাছে-
বলিব হে বৃক্ষ! পুষ্প আছে?
তারই পর আমি তুলিয়া তাহারে-
তোমারে রাঙাবো গিয়ে নানা বাহারে
স্মরণে স্মরণে সেই সঙ্গীত স্মরণে।