মিথ্যে অভিনয়


মানুষ রূপে,অমানুষ হয়ে,
সবার কাছে হয়েছি অনাশ্রয়।
এই দুনিয়ার লোভ লালসায়,
প্রতিদিন করি মিথ্যে অভিনয় ।


শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো,
নোংরামি চরিত্রের দিই পরিচয়।
পদে-পদে,কথায়-কথায় প্রত্যেক,
মানুষ মিথ্যে কথার নিই আশ্রয় ।


পাঁচ লক্ষ নয়, দশ লক্ষ নয়,
এক টাকার জন্য মিথ্যে বলি।
নিজের ভুল-ভ্রান্তি,দোষ,ন্যায়-
অন্যায় কে অন্যের ঘাড়ে ফেলি।


বাবা-মা, গুরুজনদের সত্য আদর্শ,
হারিয়ে গেছে আজ ধুলোয় মিশে ।
এই মিথ্যে অভিনয় চলবে কত দিন,
গরিব-অসহায় মানুষকে পিষে-পিষে ।


মিথ্যে অভিনয়,নাটকের খেলা বন্ধ কর,
সকলে মিলেই নাও সত্য বলার আশ্রয় ।
আপনার, আমার সমস্ত লোকের কথায়,
যদি পরিবর্তন হয় সবার মিথ্যে অভিনয়।