কোয়েল পাখি কোয়েল পাখি ডাকো কি মধুর,
তোমার গানে গান গাই এতো তোমার সুর ।
বসন্ত কালের আগমনে ডাকো তুমি কুহু কুহু ডাক,
সবাই তোমাকে ভালোবাসে, বাসে না শুধুই কাক ।


তোমার গান পছন্দ করে সবাই রাগে-অনুরাগে,
যদি জ্ঞান-বুদ্ধি করে নিজের বাসা গড়ে তুলতে।
কাকের বাসায় ডিম পাড় তুমি, কোথায় তোমার বসবাস,
কাক নিজের ডিম ভেবে উপকার করে, তোমায় বারোমাস  ।


একদিন গেলে আসমানে উড়ে, জানিনা কোন সু-দুরে,
চলে গেলে নদীর স্রোতে ভেসে, জানি না কোন দূরদেশে।
হারালে তুমি সে কোন দুনিয়ায় স্বপ্ন-রঙিন বেশে,
আজও মোরা খুঁজে বেড়ায়  বসন্ত কালের শেষে  ।