সুখ-দুঃখ হাসি-মজাক আছে কত এই হিন্দুস্থানে
হিন্দু-মুসলিম-খ্রীষ্টান ভাই মিলেমিশে থাকি এক সাথে ।
জাত-পাত, ভেদা-ভেদ নিয়ে খেলা করে বড়ো বড়ো নেতারা
অসহায় মানুষ একে অপর কে হত্যা করে জেলে গিয়ে দিশেহারা ।


মসজিদ-মন্দির-গির্জা-মাজার, এই দেশে সবই থাকা দরকার
ধর্ম নিরপেক্ষ মানবতার দেশে দাঙ্গা হবে আর কত বার ?
তরুণ-তরুণীর,কিশোর-কিশোরীর প্রাণ নয়! আমরা বাঁচতে চাই
আর দাঙ্গা নয় ! শান্তি চাই ! --- প্রার্থনা করা সমস্ত মানুষের দায় ।


দেশে-দেশে, রাজ্যে-রাজ্যে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে
শহর-শহর এবং গ্রাম-গ্রাম জ্বলে উঠছে আগুনে ।
চারি দিকে বোমা বর্ষণ গুলি-তলোয়ার মার-ধর লাঠি-চার্জ
ছোট- ছোট, বড়-বড়, শত-শত মানুষের রক্ত ঝরা অশ্রুপাত ।


কত বালকের রক্তে ভিজল দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত
কেউ মেরে কলিজা খেলো, কেউ খেলো শরীরের হাড়মাস,
কত মায়ের কোল শূন্য হল, কত সন্তানরা পিতৃহারা
কেউ বোঝেনা সন্তান হারা পিতা মাতার কষ্টের ধারা ।


তোমাকে চাঁদ তারার কসম, তোমাকে পবিত্র কুরআনের কসম
তোমাকে আসমান জমিনের কসম, তোমাকে তোমার বিবেকের কসম,
রাজনীতি নয় ! রাজ নেতা চাই, সরকারের কাছে----- আবেদন এটাই
জাত ধর্ম নিয়ে রোজ সংঘর্ষ, অশান্তি  রক্ত ধারা বন্ধ হওয়া চাই ।