সমস্ত চোখের তার আলোর রং
দেখছি বসে সে মেয়েটির পুলকিত ঢং


সমস্ত আকাশটা ঢেলে দিয়েছে
তার নিজস্ব রং,
আমি খুনসুটি করতে গেলেই
তোমার যত ঢং.!


আসুক বাঁধা যত বিপত্তি,
মেনে নিবো সব তোমার আপত্তি।


সে বুঝে মানে অভিমানে
তার ঢং গুলো সব বাজে আমার মনের চিলেকোঠায়।


বাঁকা চোখে  কাজলের সে রং
ভালোবেসেছি আমি তোমায় বারংবার।


প্রেয়সী তোমার মনের চোখ খুলো,
প্রেয়সী ঢং করা একটুখানি ছাড়ো।


এখন বলি তোমায় কিছু কথা,
শুনো কান পেতে
রংঢং একটু ফেলে।
তুমি ওপর ওপর রাগ দেখাও,
ভেতরে ভেতরে কাঁদো।
হাতের মুঠো আলগা করে,
বুকের ভিতরে কেন বাঁধো???


এচোখ দেখেছে অনেক বিচ্ছেদ,
রংঢং ছেড়ে হাতটা ধরো আমার,
বিশ্বাস না ভেংগে ভালবাসো আমায়।


ছেড়ে যেও না
আমাকে আঁকড়ে রাখো,
ঠিক যেমনটা আমার মা রাখে,
আমার মায়ের আঁচলের মত।