সময় তাকিয়ে রয় আমার বারান্দায়,
মাঝে মাঝে তার জন্যে কষ্ট হয়।  
ছুটে চলেছে সময় টিক টিক টিক,
সব সময় সে তো সঠিক।  


অতীত সহজে ভুলিয়ে দেয় সময়,
ভবিষ্যৎ নিয়ে মোরা চিন্তায়,
বর্তমান সে তো এক ধোঁয়াশা।


সময় বুঝিয়ে দেয় কে ধনী আর কে গরিব,
তাইতো সময় এত দামী হে মহান জীব,


তোমার সময় খুব সীমিত,
হঠাত একদিন সময় থমকে যাবে,
সে দিন আমাদের দেহ বিলীন যাবে।


মাটিতে হবে মানব আশ্রয়,
থেমে যাবে সব তখন নিশ্চয়।


মনে রেখো ঘর হবে একদিন মাটি,
তখন মনে হবে সময় ছিল কত খাঁটি।


সেদিন চিৎকার করে বলবো,
একদিন আমি নষ্ট করেছি সময়,
এখন সময় নষ্ট করছে আমায়।


যদি আজ ফিরে না তাকায় রবে,
সময় একদিন কেঁড়ে নিয়ে যাবে সব যে।


সময়ের হিসেব তোলা হবে পাল্লায়,
মনে হবে তখন নিজেকে একটু পাল্টায়।
কিন্তু সময় সে তো শেষ।
বুঝবে মানব তখন শেষ-মেষ।