কবিতা - করোনায় করণীয়
কবি - মোঃ অনিক দেওয়ান


দিনদিন বাড়ছে আক্রান্ত
বাড়ছে মৃত্যুর মি‌ছিল
সা‌জিক দূরত্ব বজায় চ‌লেনা
মানুষ বড়ই পি‌চ্ছিল।


স‌চেতন য‌দি আমরা থা‌কি
কর‌োনা পরবে না‌তো ধরা
সামা‌জিক দূরত্ব বজায় চল‌লে
যা‌বে নাতো মারা।


মাস্ক ছাড়া বাইরে না যাই
ঘুরাঘুরি রাখ‌বো বন্ধ
ক‌রোনায় তু‌মি আক্রান্ত হ‌লে
ব‌লো কপাল মন্দ।


নিজে স‌চেতন থে‌কেও আবার
অন্যকে সচেতন কর‌বো
সামাজিক দুরত্ব বজায় রে‌খে
আমরা নতুন বিশ্ব গড়‌বো।