খোকার ঈদের দিন
আসাদউজ্জামান খান
=============
ঈদের দিনে খোকাবাবু
খুব সকালে ওঠছে
কাজে বাধা দিতে খোকা
মায়ের সামনে জোটছে।


বললো মাকে নতুন জামা
আমার হাতে দাও;
খোকাকে মা বললো,সোনা-
বাবার সাথে গিয়ে আগে
গোসলকরে নাও।


গোসলকরে এসে খোকা
সাজছে ঈদের সাজ-
তাড়াতাড়ি বললো মাকে,
মেহেদি টা দাও পরিয়ে
রাখো তোমার কাজ!


ফিরনি-সেমাই খেয়ে খোকা
বাবার কাছে বলে,
ঈদগাহেতে চলো বাবা;
খেলার সাথি যাচ্ছে সবাই
আমার আগে চলে।


বাবার সাথে ফিরল খোকা
নামাজ শেষে ঘরে
মা-বাবাকে করল সালাম
ঈদের নামাজ পড়ে।
আদোর করে খোকাকে তাই
বুকে নিলো তাঁরা
আনন্দতে খোকাবাবু
হলো আত্মহারা!


বিকেলবেলা ঘুরতে গেলো
খোকার মনটা ভালো
মা-বাবা তাই চাইছে এমন-
প্রতিদিনই খোকার মনে
জ্বলুক সুখের আলো।


লেখা...১৩-০৪-২০১৯