বিনিদ্র রজনী........
(এই কবিতার প্রত্যেকটি বাক্য ‘ই’ বা ‘ঈ’ এর অন্ত্যমিল ছন্দে লেখা। প্রত্যেক বাক্যে চারটি করেই শব্দ আছে। আশা করি পাঠকদের ভালো লাগবে। ........asif)
নিষ্পলক চোখে বিনিদ্র রজনী।
আঁধার ঘন শ্রান্ত অক্ষিমণি। ।
কার কণ্ঠস্বর সুমধুর ধ্বনি।
রাস্তার পারে সুরের বাণী। ।
আঁধার কেটে রাতপরী রমণী।
মৃদু বাতাসে গ্রীষ্ম কমই। ।
বসন্ত এখনো তো আসেনি?
পাশের বটে জ্বলন্ত চোখই। ।
একা নয় লক্ষীপ্যাঁচাও সঙ্গীনী।
রাতের বুকে জোনাকির ঝলকানি। ।
সঙ্গী করতে সংকেত আহ্বানই।
একটা হাল্কা গোলাপের সুবাসই। ।
জীর্ণ প্রান্তরে রাখালের বাঁশি।
দিনের আলোয় সৌন্দর্য আসেনি। ।
মনের কোণে  বাসা বাঁধেনি।
রাতের আঁধারে তা উদ্ভাসী। ।
কবি মন প্রত্যক্ষে উদাসী।
শ্রান্ত হাতে কলম ধরেছি। ।
বাধ্য অনুভূতি উজাড় করেছি।
আলতো চোখে ঘুমের চাহনি। ।
অকস্মাৎ নিদ্রার অবাধ প্রবেশই।
নিদ্রাবেশে আবার লেখনী বন্দী। ।
ভোরবেলাতে আবার ভাঙল ঘুমই।
কই সে পাণ্ডলিপি লেখনী?
স্বপ্নই কি বিনিদ্র রজনী?
জানলা দিয়ে উদিত সূর্যই। ।
কবি মনে বাস্তবতার খেই।
কল্পনা কি রয় বাস্তবেই?
তোমরাও কি প্রত্যক্ষ করছই?
আমার মনের রাতের হইচই। ।
************************************  
আসিফ/০৬*০৫*২০১৮/কোচবিহার........