দীঘির পারে
শান্ত স্নিগ্ধ এই সন্ধাবেলায়,
মৃদুবাতাস দীঘির পারে বয়।
তিনজন মিলে কথা হইচই,
বন্ধুত্বের যেন নতুন বলয়।
দীঘির জলে চাঁদের রশ্মিছটা,
আকাশে মেঘের ঘনঘটা।
পুরণো কথায় নতুন করে,
গল্পচ্ছলে প্রাণ জুড়িয়ে।
দীঘির হাল্কা স্রোত শব্দ,
আমাদের কথার সঙ্গী সর্বত্র।