দূর থেকে তোমার প্রতি
তোমার স্মৃতিতে আমাকে তুমি অটুট রেখো।
তোমার সত্তায় আমায় মিলিয়ে তুমি থেকো।
দূরত্বের বাঁধন ছিড়ে মনে তুমি আমায় এঁকো।
নিজের চেহারায়  নিষ্পলক আমায় দেখো।
দূরে থেকে নাহয় বিরহব্যথা সহ্য করা শেখো।
দুঃখ পেলে মনের ভাষায় হাসির স্মৃতি লিখো।
ভাবনা কেন আসব ফিরে অপেক্ষায় রইও স্থিত।  
পুনর্মিলনে আবার পুরণো সময় নতুন করে হবে উদ্ধৃত।
তাইতো আবার প্রেমের স্বরে কবিতায় আমি ছন্দরত।
দূর থেকে তা উজাড় করে মিলন প্রত্যাশায় ব্যক্ত।