কাব্যনেশা
কবিতা লেখা পেশা নয় আমার তবুও কবিতা লিখি,
দিনরাত্রি ছন্দকথায় কাব্য নিজের কাছেই যেন শিখি।
জানিনা কেন নেশা হয়ে গেছে কাব্যচর্চা আমার,
কবিতায় পাতা ভরিয়ে দিয়ে কি যে আছে সব পাওয়ার?


হয়তো সময় উপযোগী নয় জীবনের সমান্তরাল,
জীবনের লড়াইয়ে জীবনমাঝে জীবনই যেন অন্তরাল।
বেদনামাঝে কাব্যরাজে এ’লেখনী সব প্রতিফলিত,
কষ্ট সময়ের আর্তনাদে কষ্টার্জিত ছন্দ প্রজ্জ্বলিত।


আলো আঁধারে জীবন কেটেছে তাই হয়তো এ’প্রতিভা,
চড়াই উৎরাই এ জীবন চলা থেকেই হয়তো এ  ছন্দশিক্ষা।
কবিতা কি তাহলে আমার মনের ব্যথার ওষধি?
নাকি অন্তরাত্মার বেদনার্তনাদের প্রতিচ্ছবি?


কবিতার ছন্দে আমি আমাকেই যেন খুঁজে পাই,
আমি কবি না হতে চেয়েও কেন যে কবিই হতে চাই?
তাইতো আমার কবিতাবলী তোমাদেরও কাছে পাঠাই,
পাঠকের প্রশংসাই সমাদৃত হয়ে পেতে যে চাই ঠাঁই।


মৃত্যুপানে জীবন টানে তা তো অবধারিত,
এ কাব্যশৈলীই হয়তো আমাই দেবে অমরত্ম।
থাকবোনা আমি নিশ্চিত তাই বিধাতার এই নিয়ম,
আমার রচনাই রয়ে যাবো আমি অদৃষ্টের নিকট প্রার্থনা চরম।