কঠিন সময়....
তীরে আসা তরী কখন যে ডুবে যায়।
লক্ষ্যে পৌঁছেও সব কিভাবে যেন হারায়।
চেনা পথ যেন অজানা কোনো ঠিকানায়।
পথিক পথশেষেও দিক্ভ্রান্ত উন্মত্ততায়।
আশ্রিত হয়েও যেন আশ্রয় হারা নিরূপায়।
নিজ ঘরেও যেন নিজেরই ঠাঁই নাই।
অনেক পেয়েও সর্বহারার লক্ষণ ফোটে তাই।
অতৃপ্তি অশান্তি দিগ্বিদিক অস্থির আওতায়।
বর্ষা কাটিয়ে কখনো আকাশ নীলচে তো হয়।
আশা তারই পথ চলা এই কঠিন সময়।