পূজোর আবেশে
পূজোর আবেশে সময়টা আবার রঙিন।
নিরাশা দুঃখ সবকিছুই যেন ক্ষীণ।  
ঢাকের শব্দ শারোদ্ সময় তার আগমনী।  
মাতৃরূপী রক্ষিণী সিংহনাদের সেই ধ্বনি।
শরৎ আকাশে শারোদ্ মেঘের সমাহার।
বরণ করতে তাকেই যেন আনন্দ বিহার।
চারিপাশে আনন্দ আশা সুখের পালা।  
উপচে পড়া সময় শারোদোৎসবের ডালা।
অন্যসব দূরে সরিয়ে সময়টা হোক উপভোগ্য।  
বার্ষিকিরূপে প্রতিবারেই সর্বোর্ধ্বে সবার মিলনযোগ্য।