রাতকথা
একফালি চাঁদ রাতের আকাশে কেমন যেন চায়।
অন্য তারারা একসাথে সবাই তার দিকেই তাকায়।
আকাশ বাগানে চাঁদ সে যেন রাতের রজনীগন্ধা।
ঔজ্জ্বল্য তার সুবাসে যেন আঁধারও স্নিগ্ধছন্দা।
আকাশ বাতাস রাতের বেলায় সুরে যেন মাতোয়ারা।
জ্যোৎস্না রাতের ঝলকনানিতে উদ্ভাসিত আমরা।
ঘর ছেড়ে আজ শূণ্য মাঠে তাইতো রয়েছি রাত জেগে।
এ প্রকৃতি আর আসবে না ফিরে সন্দেহ সে মনে রেখে।
আকাশ রাএি সাক্ষী রেখে তোমাদের রাতকথা এ বলা।
সাথে থাকলে কোনোদিন এমনি রাতে একসাথে হবে চলা।