শূণ্যতা
আজকে আমার বয়স অনেক জীবনটা অনেক পার।
বিস্মৃত আজ অনেক কিছুই কি আর হবে উদ্ধার।
তাইতো আমি ভাবতে বসি অতীত সময় কথার।
একরাশ শুধু শূণ্যতা যাতনাই সময় আরপার।
সচ্ছল জীবন অর্থোপার্জন তবুও সময় ধনশূণ্যতাহীন শূণ্যতার।  
আপনজনের সাহচর্য তাও যেন শূণ্যসময় একাকী হওয়ার।
কারণটা কি একাকিত্ব নাকি বিরহব্যথা প্রত্যাখ্যানের।
নাকি আত্মকেন্দ্রিকতাই কারণ শুধু শূণ্য জীবনযাত্রার।
অচিরেই সময় পেরিয়ে গেল আর প্রত্যাশাহীন নতুন কিছু মাত্রার।
নাকি অপেক্ষারত পথিক যেন অযাচিত কিছু যাচার?
অসন্তুষ্টি অনেক আছে ভাগ্যকে শুধু দোষ দেওয়ার।
অকর্মন্য নয় যে আমি আশাবাদী বারবার শুধু প্রচেষ্টার।
অপ্রাপ্তিও অনেক রয়েছে তাইতো শূণ্যতা কি
সাফল্যহীনতার?
তবুও সফল হতেই হবে বারবার মনের এই হুঙ্কার।
সময় যে কারো অপেক্ষাহীন ছন্দ চলন আত্মহারার।
আমার অপেক্ষা করলনা সে তাইতো চলা নতুন ধারার।
সে পথে শুধুই আপ্রাণ প্রয়াস আত্মচালনা দুর্বার।  
প্রতিযোগিতা নিজের সাথেই নিরলস পরিশ্রম আত্মঅত্যাচার।
শিখরপানে যেতে প্রত্যয়ী দৃঢ় সামনে যাওয়ার।
শূণ্য হতে শুরু করেই ইচ্ছে শূণ্যতার’পর জয়ী হওয়ার।