চাঁদের আলোতে খুঁজি তোর হাসি,
রাত জেগে শুই না, ভাবি তুই আসিস।
তুই যে আমার গল্প, তুই যে গান,
তোর নাম ছাড়া চলে না প্রান।

তোর চোখ দুটো যেন নদীর ঢেউ,
তুই ছুঁলে বুঝি থেমে যায় সব বেদনা ঢেউ।
হাতে হাত, চোখে চোখ, জেনেছি তখন,
ভালবাসা মানে তুই, আর কিছু নয় মন।

তুই না থাকলে দিন গুলো ফাঁকা,
তোর হাসিতে আছে আমার বেঁচে থাকা।
জানিস তো? তোকে ছাড়া বাঁচা যায় না,
তুই আছিস বলেই আজো ভালোবাসা থামে না।