এক টাকা তার ইনকাম নাই
বাবার টাকায় চলে,
বান্ধবীকে সিম কিনে দেয়
রাত্রি জাগার ফলে।

ফাসুর ফুসুর আওয়াজ এলেই
হারায় কথার খেই,
সকাল হলে পাল্টায় সিম
আগেরটা আর নেই।

ষোল বছর বয়স হলে
বুক হয়ে যায় হিম,
সতেরো জন বান্ধবী তার
বত্রিশটা সিম।