কবিকে নয় তার কবিতাকে ভালোবাসি;
তাই কবিতার টানে বারবার ছুটে আসি।
এ নয় কবিতার প্রতি কোনো মিথ্যে মায়া,
এ যেন কবিতাকে ভালোবাসার সবিতা ছায়া।


অঙ্গনাকে ভালবেসে পেতে হয় শুধুই ক্লান্তি,
কবিতাকে ভালবেসে পাওয়া যায় বরেণ্য শান্তি।
কি এমন বিরন্য আছে কবিতার মাঝে,
যে পুরপুষ্প শুর কবির হৃদয়ে বাজে।


হে যুবক, তোমার হৃদয়ের সবটুক ভালবাসা কবিতাকে দাও,
সকল ক্লান্তির মাঝে না পাওয়া সুরলোক খুজে নাও।
আর পরভৃত কন্ঠে বলো কবিকে নয় তার কবিতাকে ভালবাসি,
তাই কবিতার টানে বারবার ছুটে আসি।