হে পথিক কী চাও তুমি,
আছে কি তা আমার কাছে ??
যদি থাকে তবে নিয়ে যাও,
বৃথা ঘুরো না আমার পাছে ।


যাও; তুমি চলে যাও,
দূর থেকে দূরে; বহু দূরে ।
জীবন মার্তণ্ড হেলিয়ে দিও না
এই বনিতার পিছনে ঘুরে ।


নেই কোনো কাঞ্চন আমার,
তোমাকে দেবার মত ।
শিলীমুখ নিয়ে গেছে সব,
ছিল যা আমার যত ।


তাই বলি বারবার, তুমি
চলে যাও এখান থেকে ।
হৃদয় রাঙাও নতুন করে
নতুন কোনো অবলার ছবি এঁকে ।


বি:দ্রঃ কবিতাটি নারী চরিত্র প্রতীকী।