ইচ্ছে করে মেলি ডানা
নীল আকাশের তলে,
পাখির মত উড়ে যাব
থাকবো তাদের দলে।


দল বেধেঁছি তাদের সাথে
বন্ধু আমার সবাই,
পাখনা নেই তবু কেনো
উড়তে আমি চাই।


বৃথা গেলো স্বপ্ন আমার
সময় হল শেষ,
উড়ার চিন্তা বাদ দিয়ে
ধরি ছদ্দবেশ।


মন যে চায় বৃক্ষ  হতে
মানবতার তরে,
মজা পাবে মানব জাতি
কেঁটে,কুটে, ছিড়ে।


ফল খাবে, ছায়া নিবে
ক্লান্ত দুপুর বেলা,
ফল ফুরোলে কেঁটে অামায়
চিতায় দেবে জ্বালা।


মন কিযে চায় জানেনা মন
   আদালতে বসুক,
মনের দাবি, মনের আজি
    হয়েছে বড় অসুখ।