খুকির পুতুল
গালে পড়ে টোল
হাসে খুকি, হাসে পুতুল।
সারাদিন খেলা শুধু
নেই খাওয়া দাওয়া,
মায়ের বকুনি খেয়েও
হয়নাতো নাওয়া।


ছোট্ট ঘরে খেলে খুকি
পুতুল পুতুল খেলা,
এমনি করে কাটে তারি
রাএি দুপুর বেলা।


পুতুল তো বড় হলো
দিতে হবে বিয়ে,
পুতুলের বর আসবে
টোপর মাথায় দিয়ে।


এমনি করে একদিনতো
চলে গেলো পুতুল,
পুতুলের বিয়ে দিয়ে
করলো খুকি ভুল।


শূণ্য এখন খুকির সেই
ছোট্ট খেলাঘর,
চোঁখের জলে বুক ভাসিয়ে
করলো পুতুল পর।