তুমিতো নয় কোনো চাঁদের আলো
নয়তো তুমি কোনো ফুলের কলি,
তোমাতেই পেয়েছি অক্ষয় অনুরাগ
ঘুরে বেড়াই তোমার সেই শহরের অলিগলি।
তোমার কথা, গানের সুর
কানে বাজে আজও সেই ডাকের ধ্বনি,
নিজেকে করছি মানা তবুও মানেনা মন
চলে যেতে চায় তোমার কাছে এক্ষুণি।
তোমায় দেখে, তোমার কথায়, তোমার সুরে
হতে পারে অনেকেই বিমূঢ়
সবার থেকে ছিলাম আমি এক অনন্য
তাইতো রাত কেটে আর আসেনি ভোর।
তুমি এক অদ্ভুত অনুরাগ রচনার আলোক
যা আজও আছে এবং থাকবেও হয়ে চির প্রদীপ্ত,
একবার রচনা পড়ে পারিনি ভুলতে
রচনার প্রতিটি বর্ণে আমি হয়েআছি ভীষণ আসক্ত।  
তুমিতো এক নিরুপম চাঁদফুল!


০৭.০৯.২১