বিশ্বাস যেন হারিয়ে গেছে,অবিশ্বাস রয়েছে বলে।
নৈতিকতার মান হানিতে,ঘটছে কত ঘটনা তলে তলে।
বিশ্বাস আজ বিষের মত,ভুল হয়েছে বলে,
সবাই সবাইকে ঠকাতে ব্যস্ত,ছলে বলে কৌশলে।


বিশ্বাস যেন চোরা বালু, ধু ধু বালুচর
ঠিকানা বিহিন পথ খুঁজছে,ভাবছি না কে আপন পর।
বিশ্বাস আজ ভুলন্টিত,রক্তের দাগ ও চুলকায়
স্বার্থসাধন নিজের মত,নিজের ধনে সুখ নাহি পায়।