যতই তুমি গড়ো, তার ইশারায় সব কিছু
কখনো  মড়মড় শক্ত হালকা
মাঝে মাঝে  কেহ নয় কাহারো।


যতই তুমি গড়ো, তার ইশারায় উর্ধ পতন
হাসি কান্না দুঃখ বেদনা,
মাঝেমাঝে সব তোমার হাতিঘোড়া পাহাড়ও


যতই প্রস্তুতি তার ইশারায়, সব কিছু
অপেক্ষা ধৈর্য বিতৃষ্ণা;
হতে পারে সব আলো অথবা আধারো।


কোথায় যেন ইশারায়, পূর্ব ছকে সব বাধা
চাইলেও মৃত্যু নয়,
কষ্ট বুকভাটা যন্ত্রণা বোঝাতে পারবে না কাহারো।