খাঁচার মত
যেন নিঃশ্বাস থাকে না পাশে।
কেউ বন্দী সুখে,কেউ বন্দি দুখে।


খাঁচার মত
বিশ্বাস কর্পুরের মত বাতাসে,
কেউ বন্দি ছলনায়,কেউ বন্দি বেদনায়।
মরা ডোবায় পদ্ম ফুল হাসে।


খাঁচার মত
জটিলতা নেই আকাশে।
কেউ বন্দি সফলতায়,কেউ বন্দি ব্যর্থতায়
গন্ধ মিশেছে বাতাসে।


খাঁচার মত
যোগ্যরাই কি চেয়ারে?
কেউ বন্দি আশায়,কেউ বন্দি হতাশায়
বিষ মিশেছে খাবারে।


খাঁচার মত
স্বার্থপরতা আলো আধারে।
কেউ বন্দি কথায়,কেউ বন্দি রুপে
ধোকা খেয়েছে, বারে বারে।


খাঁচার মত
ভুলগুলোয় আজ আলোতে
কেউ বন্দি কল্পনায়,কেউ বন্দি যন্ত্রনায়
কালো সুর্য ডুববে কি, কোন বেলাতে ?


খাঁচার মত
যান্ত্রিকায় সকল তরী অবেলাতে।
কেউ বন্দি নিজের মত,কেউ বন্দি কাদাতে
ভাবনায় হোক মঙ্গল ময়
মুক্ত পৃথিবী সবার, বাধাহীন সব আলোতে।