বেশি ভালো করতে গিয়ে
শিক্ষার যে হাল,
শিক্ষা যেন বাণিজ্য
এখন শিক্ষায় মিশেছে ভেজাল।


ক্ষীন দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থা
ঝাপসা ঝাপসা দেখি,
পাঠ্য পুস্তকে খামখেয়ালি
কেন এখানে ফাঁকিজুঁখি ?


ক্ষীন দৃষ্টিতে শিক্ষার তরী
কিছুই দেখিনা,
কোথাও হচ্ছে একটু এলোমেলো
এই জটিলতা মানতে পারিনা।


ক্ষীন দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থা
অপারেশন করা চাই।
পরিষ্কার দৃষ্টি সবার কাম্য
সঠিক শিক্ষা কোথায় পাই ?