নিজেই নিজেকে করেছি অন্তরাল
অন্যের হক মেরে বকছি ভুলভাল।
নিজেই নিজেকে করেনি আপোষ
নিজের মুখ নিজেই ঢাকতে পরেছি মুখোশ।


অন্তরালে জল্পনা কুটিল মন বিচার
নিজের মুখে দুই কথা ঐ সমাচার।


নিজেই নিজেকে করেছি অন্তরাল
সময় থাকতে বুঝতে, ভেঙ্গেছি পরকাল।


(মানুষ নিজেকে  নিজেই অন্তরালে নিয়ে যায়,দুইরুপ আচরন করে।)