কিছু অবাধ্য সন্তান নিজের মত চলতে, ভুলকে সঠিক মনে করে পথ চলাতে, পিতা মাতা হয় আহত।


তুমি  যেন লাগামহীন


তুমি যেন বেপর্দা কেমন লাগামহীন
তোমার আবরনে আহত পিতা মাতা
কেন হচ্ছ মুল্যহীন।


তুমি যেন বিশংখল দেখলে হয় ঘিন
তোমার বিহঙ্গে আহত পিতা মাতা
যায় যায় দিন।


তুমি যেন বেহিসাবি বাড়াচ্ছ শুধু ঋণ
তোমার অবহেলায় আহত পিতা মাতা
কঠিনের সম্মুখীন।


তুমি যেন নেশাখোর  এভাবে যায় না দিন
তোমার মিথ্যা ছলনায় আহত পিতা মাতা
বুঝবে কবে অপেক্ষায়,, আশায় সুদিন।


তুমি যেন কেমন, কেন বাজাচ্ছ করুন বীন?
তোমার আচরনে আহত পিতা মাতা
তুমি নিজেকে কর না অর্থহীন।