তার হাসিহাসি মুখ
কেড়ে নিয়ে গেছে ঘুম,
ঘুমনিয়া চোখে ভেসে উঠে
পৃথিবীর অষ্টম আশ্চর্য।
কত দিবারাত্রি কেটে গেছে
ভাবতে ভাবতে তাকে।
সে যেন আমার রত্নাগার,
বসে আছে চুপ করে সমস্ত রাজ্যের শিরোমণি হয়ে ।
অধরা প্রাণের সাথে
মিশে গেছে ধীরে ধীরে।
চাইব না ঈশ্বরের কাছে
আর কোনোকিছু আমি
যদি পাই তারে এই জীবনের মাঝে।
জগতের সব ভালোবাসা
এনে দেব তার পদতলে।
মগ্ন হয়ে দেখবো দুচোখে
তার নক্ষত্রের মতো জ্বলজ্বল মুখখানি।
ভালোবাসি তারে ভালোবাসি
হৃদয়-পাখনা মেলে দিয়ে।
কাছে ডাকি বারবার তারে
অন্তরের কাছে অনুভূতি সব ঢেলে।
এত ভালোবাসা কেন ভর করে
জানি না এখনো আমি।
তাকে পেলে পূর্ণ হবে
জীবনের ষোলআনা স্বপ্ন।
তার ভালোবাসা পেলে
জীবন-সংগ্রামে ঝাপিয়ে পড়ব
বাস্তবতা ভালোবেসে।