আমি দাঁড়িয়ে রয়েছি তোমার সামনে,
আমি দাঁড়িয়ে রয়েছে তোমার পেছনে,
আমি দাঁড়িয়ে রয়েছি তোমার ডানে,
আমি দাঁড়িয়ে রয়েছি তোমার বামে,
আমি দাঁড়িয়ে রয়েছি তোমার পশ্চিমে,
আমি দাঁড়িয়ে রয়েছি তোমার পূর্বে,
অত:পর দাঁড়িয়ে রয়েছি তোমার চতুর্দিকে।
তোমার সমস্ত দেহকোষে
আমি বিরতিহীনবভাবে বয়ে চলি।
আমি নিত্যনতুন খেলা করি
তোমার উঠোনে শরতের শাদা শাদা মেঘ হয়ে।
আমি নিত্যনতুন গান করি
তোমার টুকটুকে বউয়ের এর মতো গোলাপী মঞ্চে।
আমি স্বপ্ন দেখি
তোমার স্বপ্নের ভেতরের গভীরালয়ে।
আমি প্রতিদিন মাইলের পর মাইল হাটি
তোমার অন্তরের নিরিবিলি মেঠোপথে।
আমি চোখ দিয়ে প্রাণভরে দেখি
তোমার অন্তর্দেশে বিরাজমান সীমাহীন সবুজের সমারোহ।
আমি খুব গভীরে কান পেতে শুনি
তোমার বক্ষঘরের হৃদপিণ্ডের ধুকধুক শব্দ।
আমি দিনরাত সংসার করি তোমাকে নিয়ে
আমার হৃদয়ের অদৃশ্য বাড়িতে
ছোট ছোট স্বপ্ন আর সুনীল ছায়ায়।
বহুদূরে থেকেও আমি দূরে যেতে পারি না
তোমার গণ্ডি পেরিয়ে শত চেষ্ঠায়।
শারীরিকভাবে আমরা কত দূরে,
তোমাকে জড়িয়ে ধরতে গিয়ে আমি বারবার  আটকে যায়,
থমকে যায় আমার জগত তোমার বিপত্তির কারণে।
সুনির্দিষ্ট লাভক্ষতি হিসেব করে
তুমি যে প্রেম তোমার মধ্যে বয়ে বেড়াচ্ছ
তার কোনো অর্থই নেই।
এত হিসেব করে পুরুষ নারীকে ভালোবাসতে পারে না,
এত হিসেব করে কেউ কাউকে কোনোদিন  ভালোবাসেনি,
এত হিসেবের ভিড়ে খাঁটি ভালোবাসা হয় না,প্রিয়তমা,
এত হিসেব করে ভালোবাসা তার পূর্ণতার স্বাদ পায় না,
শুধু ভালোবাসার জন্যই মানুষ মানুষকে ভালোবাসে,
কারণ ভালোবাসা নামক বিষয়টা সকল হিসেবের ঊর্ধ্বে।
আমি নিশ্চিত করে বলতে পারি
তোমার প্রতি আমার অগাধ ভালোবাসা
মিথ্যে নয়,কখনো মিথ্যে হতে পারে না।
মানুষ মিথ্য হয়,
প্রেমভালবাসা কখনো মিথ্যে হতে পারে না,
ভালোবাসা ঈশ্বরের মতো সত্য।