রক্তাক্ত পদচিহ্ন


ছেলেটা কে? কেউ কি চেনে ওকে!
অনেকদিন ধরে দেখছি....
সেই একরকম।


তার মাথার উপর কোন
ছাতা নেই, পাতা নেই
নেই কোন সবুজের সন্ধান।


ওর মুখে কোন ভাব নেই, ইঙ্গিত নেই
কবিত্ব নেই, যেন শুধু একটা চেহারা--


ওর চোখ আছে, চোখে কোন ভাষা নেই
মুখ আছে তো মুখে কোন হাসি নেই
হাত আছে তো হাত ধরার কোন লোক নেই।


ভালোকরে দেখলে বোঝা যায়
জীবনের প্রতি ওর কোন আশা নেই।


কিন্তু কেন নেই?
আসলে ও চলেছে বিশাল
এক মরুভূমির বুকে, যে মরুভূমি
তাকে গিলে খেতে চায়, ক্ষুধার্ত পশুর মতো।


সে যানে সে এ পথে সফল হতে পারবে না
তবুও চলেছে সামনে, আরও সামনে----


সুদূর ভবিষ্যৎ প্রজন্মকে সে দিয়ে যেতে চায়
মরুভূমির বুকে রক্তদিয়ে আঁকা
                একটু খানি পদচিহ্ন।