আমার ঠিকানা সেইখানে,
রিক্ত হস্তে ঘুমন্ত সিক্ত নয়নে।
পড়ে থাকিবে শুধু কঙ্কাল,
থাকিবো সেথা চিরকাল।
দেখিতে নাহি আসিবে কেউ
কোনো মানব জনে,
আমার ঠিকানা সেইখানে।


সমভিব্যাহারে আর
নাহি যাইবে কেউ,
সঞ্চয় করেছি যা কিঞ্চিৎ
জীবন চলার পাথেয়।
ঘোর সম অন্ধপুরী,
থাকিবো খাট পালঙ্ক ছাড়ি।
শুধু শয্যা ক্ষিতি,
দিবেনা সন্ধ্যাবাতি।
স্তব্ধ সে জায়গায়,
নির্জন পরিয়া তাই
রইবো একাই।
গাহিবে নাহি গান ভ্রমর গুঞ্জনে,
আমার ঠিকানা সেইখানে।


এতদিন পর বুঝিলাম আমি
কোথায় আমার নীড়,
শেষ ঠিকানা জেনেও জেনে
করি নাই মনস্থির ।
ধরিত্রীর খেলা খেলিছি কত
করেছি অবহেলা,
ফিরিলো জ্ঞান নিদানকালে
জীবনের শেষ বেলা।
পথের সম্বল করি নাই সঞ্চয়
ঘুরেছি বৃথা কাজে,
হেলাফেলা দিন কেটেছে
বুঝিলাম শেষে নিজে।


জ্ঞানের প্রদীপ অন্ধকারে
ছিল যে মোর ডুবে,
কোথাকার আমি কোথায় আছি
ভাবিতেছি আজ ভবে।
শূন্য হৃদয় ব্যর্থ জীবন
ভুবনের মাঝে আছি,
নকল ঠিকানা পেয়ে আমি
আসল ঠিকানা ভুলেছি।
এতদিন পর বুঝিলাম আমি
ঠিকানা কোনখানে,
ঠিকানা খুঁজে পেয়েছি আমি
ওপারের মাঝখানে।


মহাকাল হবে পার
কবর অন্ধকার,
পুণ্য সম্বল ইমানের জ্যোতি
হবে দরকার।
কেউ হবে সলিলসমাধি,
কেউ রবে অগ্নি চুলার
ভস্ম শ্মশানে।
আমি থাকিবো জামুয়ার
লতাপাতা ঘাসে ঢাকা গোরস্থানে।
আমার ঠিকানা সেইখানে।।